সুপারশপ স্বপ্ন (এসিআই লজিস্টিকস) ও ক্লাউডভিত্তিক টেলিমেডিসিন প্ল্যাটফর্ম পালস হেলথকেয়ার সার্ভিসেসের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তির আওতায় নির্ধারিত স্বপ্ন আউটলেট থেকে আকর্ষণীয় অফারে পালসের স্বাস্থ্যসেবার প্যাকেজগুলো কেনা যাবে।
চুক্তিতে এসিআই লজিস্টিকসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর আবু নাসের ও পালস হেলথকেয়ার সার্ভিসেসের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই লজিস্টিকসের হেড অব বিজনেস মাহাদি ফয়সাল, আনিসুল ইসলাম ও পালস হেলথকেয়ার সার্ভিসেসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আহসানুল হক, হাবিব রহমান, ফাহাদ হসাইন উপস্থিত ছিলেন।
স্বপ্ন
২০০৯ সালে যাত্রা করে স্বপ্ন। আরামদায়ক পরিবেশে বাজার ঘুরে চাল, ডাল, সবজি বা মাছ কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার আদর্শ স্থান সুপারশপ স্বপ্ন।
এক ছাদের নিচে সব কেনাকাটা করা যায় এ রিটেইল শপে। বাজারের ব্যাগ বা চালের বস্তা টানার ঝামেলা নেই এখানে। মাছের গা টিপে দেখারও দরকার পড়ে না। এ সুপারশপের শাখা বিস্তৃত রয়েছে রাজধানীর পাশাপাশি দেশের সব গুরুত্বপূর্ণ শহরে।
দেশের সবচেয়ে বড় চেইন সুপারশপ স্বপ্নে এসির ঠান্ডা বাতাস গায়ে মেখে পোশাক, প্রসাধনী, শুকনো খাবার, মসলাপাতি বা বিদেশ থেকে আনা পণ্যও কিনতে পারবেন। শুধু তা-ই নয়, অনেক ক্ষেত্রে খোলা বাজারের চেয়ে কিছুটা কম দামে পাওয়া যায় এখানে। তাছাড়া বছরজুড়ে নানা সময় মূল্যহ্রাস থাকে স্বপ্নে। ♦