সহজে ও বিনামূল্যে যোগাযোগে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ রাকুতেন ভাইবার স্প্যাম প্রতিরোধসহ ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও নাম দিয়ে অন্য ব্যবহারকারীকে খুঁজে পেতে বেশ কয়েকটি টুল চালুর ঘোষণা দিয়েছে। ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ ভাইবার নতুন সার্চ ফিচারের ক্ষেত্রেও নিশ্চিত করা হচ্ছে অতিরিক্ত সুরক্ষা।
সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মেসেজিং অ্যাপের গুরুত্ব ও পরিধি বাড়ছে। মানুষ তাদের নেটওয়র্ক ও যোগাযোগ বিস্তৃতিতে প্রতিনিয়ত নতুন উপায় খুঁজে চলেছে। বর্তমানে মানুষের তথ্যপ্রাপ্তির প্রবাহ আগের চেয়ে বেড়েছে। এ পরিস্থিতিতে স্প্যাম ও অপ্রয়োজনীয় তথ্য পরিহারের বিষয়টি গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ব্যক্তিগত সুরক্ষা বজায় রেখে অনলাইনে অন্যদের সঙ্গে যুক্ত হওয়াটাও এখন চ্যালেঞ্জের। তবে ভাইবারের নতুন গোপনীয়তা টুলের মাধ্যমে সহজে এ সমস্যার সমাধান মিলবে।
প্রাইভেসি সেটিংয়ের জন্য ব্যবহারকারীকে ‘মোর’ ট্যাপ করে ‘সেটিংস’ -এ যেতে হবে। এরপর ‘প্রাইভেসি’ থেকে ‘গ্রুপস’ -এ যেতে হবে। সর্বশেষ ‘কন্ট্রোল’ অপশন থেকে ব্যবহারকারীকে গ্রুপে যুক্ত করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি হলো: মোর>সেটিংস>প্রাইভেসি>গ্রুপস>কন্ট্রোল। ভাইবারে অপরিচিত প্রেরক থেকে নতুন কমিউনিটি ও গ্রুপ চ্যাটে যুক্ত হওয়ার আমন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে নতুন ‘মেসেজ রিকোয়েস্ট’ ইনবক্সে জমা হবে। ফলে ব্যবহারকারীর মূল চ্যাট লিস্ট থাকবে পরিচ্ছন্ন।
অন্যদের অনুসন্ধান করার নতুন বিষয়টি পুরোপুরি ব্যবহারকারীর কাছে গোপন রেখে নেটওয়র্ক সম্প্রসারণের সুযোগ উন্মুক্ত করবে ভাইবার। একবার সার্চ বারে কোন ব্যবহারকারীর নাম অনুসন্ধান করলে এটি অনুসন্ধান ফলাফলে হাজির হবে, পাশাপাশি ব্যবহারকারীর প্রোফাইল পিকচারও দেখা যাবে। ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে ভাইবারের দৃঢ় অবস্থানের কারণে অনুসন্ধানের মাধ্যমে শুরু করা যে কোন চ্যাট অতিরিক্ত সুরক্ষা পদক্ষেপের অংশ হিসেবে বিবেচিত হবে।
সুরক্ষা পদক্ষেপের মধ্যে রয়েছে, প্রত্যেক ব্যবহারকারীর ফোন নম্বর গোপন রাখা হবে, অনলাইন ‘স্ট্যাটাস’ গোপন রাখা হবে এবং ভয়েস ও ভিডিও কল ডিসঅ্যাবল থাকবে।
সার্চের মাধ্যমে যাতে অন্যরা খুঁজে না পায় এ সেটিংসের জন্য ব্যবহারকারীকে এ প্রক্রিয়া অনুসরণ করতে হবে: মোর>সেটিংস>প্রাইভেসি>লেট ইউজার্স ফাইন্ড ইউ বাই ইউর নেম।
বৈশ্বিকভাবে অবমুক্ত হওয়ার আগে ব্যবহারকারী অনুসন্ধান ও ইনবক্সে মেসেজ রিকোয়েস্টের বিষয়টি কয়েকটি নির্দিষ্ট দেশে প্রথমে পরীক্ষামূলকভাবে চালানো হবে।
ভাইবারের চিফ অপারেটিং অফিসার (সিওও) অফির ইয়াল বলেন, ‘অনলাইনে অন্যদের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক পরিমণ্ডল তৈরি করা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ব্যবহারকারীদের এ বিষয়টি মনে রাখতে হবে যে, অনলাইনে তাদের ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রটি যেন স্প্যাম বর্জিত হয়। এ বিষয়ে সর্বোত্তম সমাধানদানে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে বর্তমানে আমরা এ টুলগুলো চালু করছি, যা আমাদের ব্যবহারকারীদের নিরাপদে ও সুরক্ষিত উপায়ে নিজেদের সামাজিক পরিমণ্ডল বৃদ্ধিতে সহায়তা করবে।’ ♦