স্পেনে ৩ মাসের মধ্যে প্রথমবার করোনায় কেউ মারা যায়নি

0

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি। মার্চের শুরু থেকে এ পর্যন্ত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো দেশটিতে প্রতিদিনের হিসাবে প্রাণ হানির সংখ্যা শূণ্যের কোটায় নেমে এলো।

গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র এক মুখপাত্র একথা জানিয়েছেন।

কো-অর্ডিনেশন অব হেলথ অ্যালার্টস অ্যান্ড এমার্জেন্সিসের প্রধান ফার্নান্দো সিমন সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা করোনাভাইরাসে মৃত্যুর কোন খবর পাইনি।’

তিনি আরও জানান, স্পেনে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যাও হ্রাস পেয়েছে।

গত ৩ মার্চের পর থেকে স্পেনে করোনাভাইরাসে নতুন করে প্রতিদিন মৃত্যুর ঘটনা ঘটলেও সেখানে এই প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা শূণ্যের কোটায় নেমে ১৩ ফেব্রুয়ারির অবস্থায় ফিরে গেল।

Share.