নির্ধারিত রেকর্ড ডেটের আগে আজ (২৪ জুন) ও আগামীকাল শুধু স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের।
এ সময় বন্ডটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এরপরে রেকর্ড ডেটসংক্রান্ত কারণে আগামী বুধবার ইউনিট লেনদেন বন্ধ থাকবে বন্ডটির।
বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ডিএসই।
ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের কুপন রেট ঘোষণা করেছে। যা ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন। অর্থাৎ, উল্লিখিত হারে রিটার্ন পাবেন এই বন্ডের ইউনিটধারীরা। এ-সংক্রান্ত রেকর্ড ডেট বুধবার।
২০২৪ সালের ১ জানুয়ারি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডটির লেনদেন শুরু হয়। এই বন্ডটির পরিশোধিত মূলধন ৩৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।
বন্ডটির মোট ইউনিটের সংখ্যা ৬৮ হাজার ৫০। গত এক বছরে বন্ডটির ইউনিটদর ছিল ৪ হাজার ৬৫০ থেকে ৫ হাজার টাকা। ♦