স্ট্যান্ডার্ড চার্টার্ডের ওয়েবিনারে বক্তারা: মহামারিতে সাদাকাই ইসলামিক সমাধান

0

স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক সম্প্রতি ‘মহামারির ইসলামিক সমাধান হিসেবে সাদাকা’ শীর্ষক একটি বৈশ্বিক ওয়েবিনারের আয়োজন করেছে। ওয়েবিনারে প্রতিফলিত হয়েছে, কীভাবে আমাদের স্বতন্ত্র পদক্ষেপগুলো সম্মিলিতভাবে সমাজে আর্থিক স্বস্তি আনতে পারে।

বাংলাদেশের আয়োজনে লিভিং ইসলাম সিরিজের এটি দ্বিতীয় ওয়েবিনার। লিভিং ইসলাম এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ইসলামিক স্কলার ও বিশেষজ্ঞরা একত্র হন এবং দৈনন্দিন জীবনধারার প্রসঙ্গগুলো নিয়ে ইসলামিক আলোচনা করেন।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের শারিয়াহ স্কলার ডা. আজনান হাসান (মালয়েশিয়া) এ মহামারিতে সাদকা কীভাবে একটি ইসলামিক সমাধান হতে পারে সে বিষয়ে আলোচনা করেন।

ওয়েবিনারে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বক্তব্য দেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড পাকিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা রেহান এম শেখ বলেন, ‘আমরা যেভাবে প্রতিনিয়ত আর্থিক খাতে বিশ্বস্ত পরামর্শদাতা হয়ে উঠতে চেষ্টা করি, ঠিক সেভাবেই দৈনন্দিন জীবনে ইসলামের উপস্থিতি নিশ্চিত করতে অবদান রাখতে চাই। এজন্য আমরা লিভিং ইসলাম সিরিজের সেশন আয়োজন করেছি। ওয়েবিনারটির শুরু পাকিস্তান থেকে এবং বর্তমানে তা মালয়েশিয়া, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয়তা লাভ করছে।’

ওয়েবিনারের প্রধান বক্তা ও শারিয়াহ স্কলার ডা. আজনান হাসান বলেন, ‘বিশ্বব্যাপী সংহতি ও সহায়তার এটিই সঠিক সময়, বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। এখনই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার। ইসলামিক শরিয়াহ মোতাবেক অন্যকে সাহায্য করতে বলা হয়েছে, বিশেষ করে তাদের প্রয়োজনের সময়ে এবং এর জন্য রয়েছে উপযুক্ত পুরস্কারও। তাই এ করোনা মহামারি চলাকালে সাদাকাহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘বিশ্বব্যাপী এ মহামারি আমাদের সবার মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার একটি অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে। আমাদের গ্রাহক ও সহকর্মীদের এই চিন্তা মাথায় নিয়ে আমরা উপযুক্ত ও টেকসই সমাধান তৈরি করেছি, যা এই সাহায্যের ক্ষেত্রে উপযুক্ত পাথেয় হয়ে উঠতে পারে। সাদিক লাইনে ‘সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট’-এর মতো একটি নতুন পণ্য সবার সামনে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।’

সাদিক সাদাকাহের লক্ষ্য স্থানীয় বিভিন্ন দাতব্য; কারণ যেমন মহিলা সুস্বাস্থ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, জলবায়ু পরিবর্তনসহ স্বাস্থ্যসেবা খাতে সহায়তা করা, যাতে সমাজের টেকসই বিকাশ ঘটে। স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের সঙ্গে আমানত অ্যাকাউন্ট খোলার সময় ক্লায়েন্টরা তাদের পছন্দসই দাতব্য সংস্থা নির্বাচন করতে পারবেন। এ অ্যাকাউন্ট থেকে উপার্জিত লাভ শরিয়াহ নীতিমালা মেনে পূর্ব নির্ধারিত দাতব্য সংস্থায় পৌঁছে যাবে।

এটি শুধু বাংলাদেশের বাজারে নয়, গোটা স্ট্যান্ডার্ড চার্টার্ড মার্কেটের জন্যও একটি নতুন ধরনের পণ্য।

স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক ২০০৭ সালে প্রথম ইসলামিক ক্রেডিট কার্ড চালু করা থেকে শুরু করে ২০১৯ সালে বাজারে প্রথম সুকুক লেনদেনের ব্যবস্থা করাসহ বেশ কয়েকটি অভিনব সেবা চালু করার মাধ্যমে এদেশে ইসলামিক ব্যাংকিংয়ের পথে নেতৃত্ব দিয়েছে।

শ্রেষ্ঠত্বের ওপর সর্বদা কাজ করার দরুন স্ট্যান্ডার্ড চার্টার্ড, অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফিন্যান্স অ্যাওয়ার্ড, দি ব্যাংকার ইসলামিক ব্যাংক অব দ্য ইয়ার ও গ্লোবাল ফিন্যান্সের সেরা ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জনে সক্ষম হয়েছে।

Share.