সৌদি আরবে প্রাণঘাতী করোনার সংক্রমণ ও প্রাণহানি বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে প্রথমবারের মতো ৫৬ মানুষের মৃত্যু হয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে ৪ হাজার ১২৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এতে করে আক্রান্ত বেড়ে ২ লাখ ৫ হাজার ৯২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে প্রাণ গেছে ৫৬ জনের, যা ২৪ ঘণ্টার মৃতের নিরিখে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে প্রাণহানি বেড়ে ১ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে।
আশার কথা হলো, অন্য দেশের তুলনায় এখানে সুস্থতার হার বেশি। এখন পর্যন্ত ১ লাখ ৪৩ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এর আগে ২ মার্চ সৌদি আরবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ♦