সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

0

মহান বিজয় দিবস উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

আলোচনা সভায় বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানরা।

মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও নিহত সব শহিদের রুহের মাগফিরাত কামনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। 

Share.