সোনার মজুত বাড়াচ্ছে ধনী দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো

0

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) বার্ষিক জরিপে দেখা গেছে, উদীয়মান অর্থনীতির দেশগুলোর মতো উন্নত দেশগুলোর সব কেন্দ্রীয় ব্যাংক সোনার মজুত বাড়াচ্ছে।

আগামী বছরে, অর্থাৎ ২০২৫ সালে ধনী দেশগুলোর কয়েকটি কেন্দ্রীয় ব্যাংক সোনার মজুত বাড়ানোর পরিকল্পনা করছে। এক বছর আগে যা ছিল মাত্র ৮ শতাংশ।

এই জরিপে অংশ নেওয়া ধনী দেশগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে, আগামী পাঁচ বছরে তাদের মজুতে সোনার পরিমাণ অনেকটাই বাড়বে।

তবে ২০০৮ সাল থেকে সোনা কেনায় এগিয়ে উদীয়মান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলো। ২০০৮ সালে বৈশ্বিক আর্থিক সংকট শুরু হয়।

২০২৪ সালে সোনার দাম অনেকটা বেড়েছে। তার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের সোনা মজুত প্রবণতা বৃদ্ধির যোগ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভ বহুমুখী করছে। কেননা, বৈশ্বিক রিজার্ভে সামষ্টিকভাবে ডলারের আধিপত্য কমবে বলে ধারনা বিশ্লেষকদের।

‘এ বছর উন্নত দেশগুলোর মধ্যে এই প্রবণতা আরও বেড়েছে। উন্নত অর্থনীতিগুলোর কেন্দ্রীয় ব্যাংকও বলছে, বৈশ্বিক রিজার্ভে সোনার হিস্যা বাড়বে, কমবে ডলারের’, বলেছেন ডব্লিউজিসির কেন্দ্রীয় ব্যাংকবিষয়ক প্রধান শাওকাই ফান। 

Share.