সূচক উত্থানের পাশাপাশি ডিএসইতে ২১৩ কোটি টাকার লেনদেন বেড়েছে

0

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের উত্থানের পাশাপাশি আগের দিনের চেয়ে প্রায় ২১৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ছয় হাজার ৩০৬ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭১ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে দুই হাজার ১৯৫ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইতে লেনদেন হয় ৯২০ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২১২ কোটি ৮১ লাখ টাকা বেড়েছে।

এদিন ১৭ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৭০টি শেয়ার ১ লাখ ৯৪ হাজার ২৪৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত ছিল ১৭৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। 

Share.