সু চি আটক, মিয়ানমারে জরুরি অবস্থা জারি

0

মিয়ানমারের গণতন্ত্র ও মানবাধিকার নেত্রী অং সান সু চিসহ ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) কয়েক জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী।

দলটির মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, আজ সোমবার ভোরে এক অভিযানে তাদের শীর্ষ নেতাদের আটক করা হয়েছে। মুখপাত্র মিও নয়েন্ট বলেছেন, সু চি, প্রেসিডেন্ট উয়িন মিন্ট ও অন্য নেতাদের ভোররাতের দিকে ‘ধরে নিয়ে’ যাওয়া হয়েছে।

তিনি বলেন, “আমি আমাদের জনগণকে বলতে চাই, চটজলদি প্রতিক্রিয়া জানাবেন না এবং চাই তারা আইন অনুযায়ী কাজ করুক”। তিনিও গ্রেপ্তারের আশঙ্কায় রয়েছেন।

পরে সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত টেলিভিশনে দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়া হয়েছে। মিয়ানমারের সংবিধান অনুযায়ী সামরিক বাহিনীর হাতে উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তারা জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। কিন্তু অং সান সু চির মতো রাজনৈতিক ব্যক্তিকে আটক করার ঘটনা উসকানিমূলক ও খুবই ঝুঁকিপূর্ণ।

মিয়ানমরে বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার রেশে এ ঘটনা ঘটল। ২০২০ সালের ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল এনএলডি বড় জয় পায়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩২২ আসন দরকার ছিল তাদের, সেখানে এনএলডি পেয়েছে ৩৪৬ আসন।

সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে প্রতারণার অভিযোগ তোলে। তারা ফল মেনে নিতে অস্বীকৃতি জানায়। নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। এ কারণে দেশটিতে ফের সামরিক অভ্যুত্থানের শঙ্কা করা হচ্ছিল।

আজ নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল।

দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের সিটি হলের সামনে সেনা মোতায়েন করা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। মিয়ানমারের রাজধানী নেপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সৈন্যরা নেমে পড়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে, তারা কিছু কারিগরি সমস্যার মুখে পড়েছে। তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।

সেনা সদস্যরা বেশ কয়েকটি অঞ্চলের মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এসব বিষয়ে মন্তব্য করতে রাজী হয়নি সামরিক বাহিনীর কোনো মুখপাত্র।

মিয়ানমারের রাজধানীসহ প্রধান শহরগুলোয় টেলিফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

Share.