জার্মান সরকার বলেছে, তারা সিমেন্স এনার্জিকে ৭ দশমিক ৫ বিলিয়ন ইউরো (৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলার) ঋণ সহায়তার অনুমোদন দিতে যাচ্ছে। এনার্জি টেকনোলজি কোম্পানিটির জন্য ১৫ বিলিয়ন ইউরো (১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলার) সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই ঋণ দেয়া হবে।
সিমেন্স এনার্জির গেইমসি উইন্ড এনার্জি নামক অঙ্গ প্রতিষ্ঠান সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে সাহায্য চেয়েছিল। বিভিন্ন এনার্জি প্লান্টে ব্যবহূত তাদের তৈরি কয়েকটি উইন্ড টারবাইনের গুণগত ত্রুটি এই সমস্যাগুলোর অন্যতম।
কোম্পানিটি গত ২৬ অক্টেবর এক বিবৃতিতে জানায়, আগের শক্তি ও জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রগুলোয় আসা অর্ডারের পরিমাণ বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদি প্রকল্প চলমান রাখতে বাড়তি ঋণ সাহায্যের নিশ্চয়তা প্রয়োজন।
ব্যবসায় আশানুরূপ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জনের সুবিধার্থে সরকারসহ অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছিল কোম্পানিটি।
কয়েকটি প্রাইভেট ব্যাংক ও সিমেন্স এজিতে কিছু পরিমাণ শেয়ার নিয়ে সিমেন্স এজির একীভূত প্রতিষ্ঠান হিসেবে ২০২০ সালে যাত্রা করে সিমেন্স এনার্জি।
সব অংশীদারকে কোম্পানির সুরক্ষায় যথাযথভাবে অংশ নেয়ার পূর্বশর্তে সরকার কোম্পানিটিকে সাহায্য করতে রাজি হয় বলে জার্মানির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। তারা আরও জানিয়েছে, ১৫ বিলিয়ন ডলারের এই সহায়তা প্যাকেজের মধ্যে ১৩ বিলিয়ন ইউরো দেবে প্রাইভেট ব্যাংকগুলো। বাকিটুকু ভবিষ্যৎ অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিশ্চিত করতে হবে কোম্পানিটিকে। ব্যাংকগুলোর দেয়া ১৩ বিলিয়ন ইউরোর মধ্যে ৮ বিলিয়ন ডলারের নিশ্চয়তা দিতে জার্মানি সরকার সম্মত হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সিমেন্স এনার্জি ও সিমেন্স এজির যৌথ উদ্যোগে শেয়ার বিক্রির মাধ্যমে আরও আড়াই বিলিয়ন ইউরো জোগাড় করা যাবে। ♦