আজ ২৮ ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত উইটসা অ্যাওয়ার্ড সেলিব্রেশন ২০২০ অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম সারির প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড পুরস্কার গ্রহন করেছে।
গত ১৯ নভেম্বর টুয়েন্টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি সম্মেলনে উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের কোভিড-১৯ টেক সলিউশনস ফর সিটিজ অ্যান্ড লোকালিটিজ ক্যাটাগরিতে আন্তর্জাতিক এ সম্মাননা অর্জন করে সিনেসিস আইটি ও এটুআই, আইসিটি ডিভিশন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি।
বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও উইটসা’র ইমেরিটাস চেয়ারম্যান ইয়ভোন্যে চিউ।
সিনেসিস আইটির পক্ষে পুরস্কার গ্রহন করেন ম্যনেজিং ডিরেক্টর সোহরাব আহমেদ চৌধুরী। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মোঃ হারুন-উর-রশিদ, ডিরেক্টর আব্দুর রশিদ, সিনেসিস হেলথের সিইও ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজামউদ্দিন আহমেদসহ সিনিয়র ম্যানেজার ও টিম লিড, মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট ইনোভেশন কাজী আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে কোভিড-১৯ টেলিহেলথ সেন্টারের মাধ্যমে করোনা রোগীদের টেলিমেডিসিন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, স্বাস্থ্য বাতায়ন, মা-টেলিহেলথসহ নানাবিধ সেবা কার্যক্রম পরিচালনার জন্য সিনেসিস আইটি লিমিটেড এ সম্মননা পেয়েছে।
সিনেসিস আইটির ম্যনেজিং ডিরেক্টর সোহরাব আহমেদ চৌধুরী সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে বলেন, “কোভিড-১৯ টেলিহেলথ সেন্টারের মাধ্যমে ডাক্তার, হাসপাতাল, ফার্মেসী ও স্থানীয় সরকারের প্রতিষ্ঠান সমূহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে করোনা রোগীদের সেবা প্রদান করা হয়েছে। সিনেসিস আইটি তথ্যপ্রযুক্তি বিভাগের এটুআই, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বেসিসের পক্ষ থেকে উইটসাকে ধন্যবাদ জানাচ্ছে এই স্বীকৃতির জন্য। বাংলাদেশ কম্পিউটার সমিতিকেও ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, যা ভবিষ্যতে আমাদের আর ভাল কাজে উৎসাহ জোগাবে”।
সিনেসিস হেলথের সিইও ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজামউদ্দিন আহমেদ বলেন, “কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার একটি মানবিক সেবা। করোনার মধ্যে যখন সরাসরি ডাক্তারদের সেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে তখন এই টেলিহেলথ সেন্টারটি মানুষের পাশে থেকে নিরলস সেবা দিয়ে গেছে। তথ্যপ্রযুক্তি বিভাগের এটুআই, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বেসিসকে ধন্যবাদ যাদের জন্য অতিদ্রুত এই টেলিহেলথ সেন্টারটি চালু করা সম্ভব হয়েছে। এই স্বীকৃতি সবার নিরলস পরিশ্রমের ফল”। ♦