সিনেমাপ্রেমীদের জন্য নতুন প্ল্যাটফর্ম সিনেবাজ

0

নলাইন প্ল্যাটফর্মে সিনেমা দেখার নতুন প্ল্যাটফর্ম সিনেবাজ। বৃহস্পতিবার যাত্রা করেছে অ্যাপটি। আপাতত সাবস্ক্রাইবাররা অ্যাপটিতে ফ্রি দেখতে পাবেন টুঙ্গিপাড়ার মিঞাভাই সিনেমাটি।

সিনেবাজ অ্যাপের অনুষ্ঠান প্রধান অপূর্ব রায়। তিনি বলেন, ‘টুঙ্গিপাড়ার মিঞাভাই সিনেমাটিই আপাতত অ্যাপে দেখতে পাচ্ছেন দর্শকরা। শিগগির অন্য সিনেমাও আসবে এই প্ল্যাটফর্মে। দেশের সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।’

অপূর্ব জানান, এ অ্যাপে কনটেন্ট পার ভিউ ছাড়া আর কোনো সাবস্ক্রিপশন প্ল্যান নেই।

তিনি বলেন, ‘সিনেমা হলে গিয়ে যেমন দর্শকরা একটি সিনেমার জন্য টিকিট কাটেন, এই অ্যাপে সিনেমা দেখার পদ্ধতি তেমনটাই হবে। এখানে যতো সিনেমা থাকবে সব সিনেমা আলাদা আলাদা করে টাকার বিনিময়ে দেখতে হবে।’

প্রতি সিনেমা দেখতে কেমন খরচ হবে জানতে চাইলে অপূর্ব বলেন, ‘একেকটি সিনেমার জন্য খরচ একেক রকম হবে। কোনো সিনেমার জন্য ১০ টাকাও হতে পারে আবার ২০ টাকাও হতে পারে। আবার প্রথম সপ্তাহে কোনো সিনেমা ১৫ টাকা হলে দ্বিতীয় সপ্তাহে গিয়ে একই সিনেমা ১০ টাকা হতে পারে।’

সিনেবাজে শিগগির নতুন কনটেন্ট আসবে বলে জানান অপূর্ব। অ্যাপটি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি ভেঞ্চার। এ কারণে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাগুলো অ্যাপটিতে দেখার সুযোগ থাকছে।

বিদ্রোহী, চোখ, আগস্ট ১৯৭৫ ও বিক্ষোভসহ নয়টি সিনেমা প্রদশর্ণের জন্য প্রস্তুত রয়েছে। কর্তৃপক্ষ চাইলে সিনেমাগুলো অ্যাপে মুক্তি দেয়া হবে।

সিনেবাজ অ্যাপের প্রকাশনা অনুষ্ঠান হয় বৃহস্পতিবার রাতে। অনুষ্ঠানে জায়েদ খান, অপু বিশ্বাস ও কলকাতার ঋতুপর্ণাকে নিয়ে জখম নামের একটি সিনেমার ঘোষণা দেয় শাপলা মিডিয়া। সিনেমাটি পরিচালনা করবেন অপূর্ব রায়।

Share.