সিজিআইএ’র ফেলোশিপ পেলেন হেলাল উদ্দিন নিজামী

0

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন নিজামীকে (এফসিজিআইএ) সিজিআইএ’র গ্লোবাল কাউন্সিলে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া তিনি ইনস্টিটিউটের নেটওয়ার্ক রিলেশন কাউন্সিলের সভাপতিত্ব করবেন।

সিজিআইএ ইনস্টিটিউটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সিজিআইএ ইনস্টিটিউট হল ফিন্যান্স ও বিনিয়োগ পেশাদারদের একটি বিশ্বব্যাপী স্বীকৃত পেশাদার সংস্থা, যা অর্থ ও বিনিয়োগ পরিচালনার শিল্পের জন্য নৈতিক বিনিয়োগের অনুশীলনে বিশ্বমানের মান নির্ধারণ করে। প্রতিষ্ঠানটি চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ) উপাধি দেয়।

অধ্যাপক নিজামী ৯ বছর ধরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

৫ বছর ধরে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন-ফিনান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিশিয়েটিভের (এপেক-এফআরটিআই) উপদেষ্টা গ্রুপের সদস্য হিসেবে কাজ করার ক্ষেত্রে তার বিস্তৃত এক্সপোজার রয়েছে। তিনি গত তিন বছর ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) সদস্য হিসেবেও কাজ করেছেন।

মোঃ হেলাল উদ্দিন নিজামী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিভাগে অধ্যাপনা করছেন।

Share.