‘সিঙ্গার ঝটপট ইফতার’ হচ্ছে এনটিভিতে

0

হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিকস রিটেইলার ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পবিত্র রমজান উপলক্ষে এনটিভিতে শুরু করতে যাচ্ছে দেশ-বিদেশের ইফতার নিয়ে বিশেষ রেসিপি শো ‘সিঙ্গার ঝটপট ইফতার’।

‘সিঙ্গার ঝটপট ইফতার’ অনুষ্ঠানে মোট ৩০টি পর্ব থাকবে। প্রতিটি পর্বেই নতুন নতুন ইফতারের আয়োজন দেখানো হবে।

বিশিষ্ট রন্ধনশিল্পী অ্যানি রেশমা ‘সিঙ্গার ঝটপট ইফতার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। তিনি ইফতারের জন্য নানা সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত রেসিপি প্রস্তুত করে দেখাবেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড
১৯০৫ সাল থেকে ভারতীয় উপমহাদেশে কার্যক্রম পরিচালনা করছে সিঙ্গার। তখন ঢাকা ও চট্টগ্রামের স্টোর থেকে নানা ধরণের সেলাই মেশিন বিক্রি করত প্রতিষ্ঠানটি। সাতচল্লিশের পর পূর্ব পাকিস্তানে সিঙ্গারের ১০টি দোকান চালু করা হয়, ষাটের দশকে যা ৪৩টিতে উন্নীত হয়।

স্বাধীনতার পর সিঙ্গার বাংলাদেশ জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়। ১৯৮৩ সালে সিঙ্গারকে পাবলিক লিমিটেড কোম্পানীতে রূপান্তরিত করা হয়।

গ্রাহকের ছোট স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য সিঙ্গার পাশে রয়েছে সর্বক্ষণ। ব্যবহারকারীর পরিবারের প্রয়োজন ও বাজেটের কথা চিন্তা করে তাদের সামর্থ্য অনুযায়ী সহজ মাসিক কিস্তি সুবিধা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশর মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করছে সিঙ্গার। বেষ্ট কোয়ালিটি ও দামের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিষ্ঠানটি দায়বদ্ধ।

Share.