দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) প্রাত্যহিক ব্যাংকিং আরো সহজ করতে প্রাইম ব্যাংক এনেছে চলতি হিসাব প্রাইম লেনদেন। এ হিসাবের আওতায় ব্যালেন্সের উপর আর্কষণীয় ইন্টারেস্ট রয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকিং খাতের বাইরে থাকা দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি খাতের উদ্যোক্তাদের অর্থনীতির মূলস্রোতে আনার ক্ষেত্রে ভূমিকা রাখবে এ চলতি হিসাব।
এ হিসাবে গ্রাহকরা পাবেন ব্যবসায় প্রতিষ্ঠানের নামে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএসে ট্রানজেকশন অ্যালার্ট, ই-স্টেটমেন্ট, অ্যালটিচুডের সাহায্যে ইউটিলিটি বিল প্রদান, মোবাইল ব্যাংকিং ওয়ালেটের মাধ্যমে মানিট্রান্সফার/পেমেন্ট সুবিধা ইত্যাদি।
১০ পাতার চেকবুক, বিনাচার্জে আন্তঃশাখা লেনদেন, যে কোন ব্যাংকের এটিএমএ ফ্রি লেনদেন, ইমেইলে ই-স্টেটমেন্ট, বিইএফটিএন/আরটিজিএস/এনপিএসপি/ডিডিআই/অটোবিইএফটিএনের মাধ্যমে সব ধরনের ট্রানজেকশন সুবিধা, ডেবিট কার্ড ও পিওএসের মাধ্যমে শপিং আউটলেটে ই-কমার্স ট্রানজেকশন।
নতুন পণ্য সম্পর্কে প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়সাল রাহমান জানান, ব্যবসা পরিচালনার জন্য ক্ষুদ্র, কুটির ও মাঝারি খাতের উদ্যোক্তাদের সহজ ও সাশ্রয়ী ব্যাংক হিসাব প্রয়োজন। এজন্য প্রাইম ব্যাংক এনেছে প্রাইম লেনদেন, যা তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের প্রতি প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে। অনেক সুবিধা সম্বলিত এ হিসাবের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টি করতে পারবে।
আরো জানান, উদ্ভাবনী ও বিশেষায়িত সেবার সাহায্যে সিএমএসএমই খাতে সহজ অর্থায়নে প্রাইম ব্যাংক দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জানি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পখাত দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাই সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরির চেষ্টা করছে প্রাইম ব্যাংক। ♦