সাসটেইনেবিলিটি রেটিংয়ে ২০২২ সালের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত শীর্ষ টেকসই ব্যাংকগুলোর মধ্যে যমুনা ব্যাংক স্থান করে নিয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছ থেকে এ বিষয়ে সম্মাননাপত্র গ্রহণ করেন।
মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে।
এগুলো হলো-টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে পুনঃঅর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি। ♦