সামিট অয়েলের সঙ্গে সামিট পাওয়ারের চুক্তি

0

সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড ও তার সহযোগী কো-স্পন্সর কোম্পানি সামিট করপোরেশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের বকেয়া এলসি নিষ্পত্তি ও নতুন এলসির জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করবে সামিট পাওয়ার ও সামিট করপোরেশন। একই সঙ্গে নিজ বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) অধীন প্রকল্প কোম্পানিগুলোর বাধ্যবাধকতা অনুসারে সামিট বরিশাল পাওয়ার, সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট ২ লিমিটেড, এসিই অ্যালায়েন্স পাওয়ার লিমিটেড ও সামিট গাজীপুর ২ পাওয়ার লিমিটেড যাতে তাদের কার্যক্রম সুষ্ঠু ও ধারবাহিকভাবে চালিয়ে যেতে পারে এজন্য অর্থ সরবরাহ করবে কোম্পানি দুটি।

স্থানীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ঋণ নিয়ে বা সামিট পাওয়ারের নিজস্ব উৎস থেকে সংশ্লিষ্ট প্রকল্প কোম্পানিতে স্পন্সর কোম্পানির ইক্যুয়িটি শেয়ারহোল্ডিংয়ের অনুপাতে অগ্রিম হিসেবে এই অর্থ দেয়া হবে।

সম্প্রতি সামিট পাওয়ার ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা এবং ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭২ পয়সা। এ হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫ টাকা ৯১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ অক্টোবর। 

Share.