ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষ অবস্থানে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।
সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির তিন কোটি ২৫ লাখ ৩৯ হাজারটি শেয়ার ২৩৬ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১০ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর তিন দশমিক ২০ শতাংশ কমেছে।
ডিএসই বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ৯৪ শতাংশ বা দুই টাকা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৭২ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৭২ টাকা ৭০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৭২ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৭৪ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ১৩ টাকা থেকে ৯৮ টাকায় ওঠানামা করে।
বেক্সিমকো
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বেক্সিমকো। বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে এর লেনদেন হচ্ছে।
এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৭৬ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ পাঁচ হাজার ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩৩ পয়সা।
এর আগে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮৩ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১৪২ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা। ♦