সাপ্তাহিক লেনদেনের সাড়ে চার শতাংশ সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালের

0

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে ওঠে আসে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৩৭৭ শেয়ার ১৫৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৫৩ শতাংশ।

সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৪ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।

সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ১২ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ১ কোটি ৪২ লাখ ৮৬ হাজার ১৫৩টি শেয়ার ৭ হাজার ২৯৮ বার হাতবদল হয়, যার বাজারদর ৪৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৩০ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৩ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা।

কোম্পানিটির ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ২৫ দশমিক ৮৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ০১ শতাংশ এবং বাকি ৫৬ দশমিক ১০ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। 

Share.