সাইমন-মাহি জুটি তিন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন

0

পোড়ামন’ খ্যাত জুটি সাইমন-মাহি। নতুন তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সিনেমা তিনটি হচ্ছে ‘গ্যাংস্টার’, ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’।

সিনেমা তিনটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ঢালিউড ইন্ডাস্ট্রিতে এ মুহুর্তে অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। শাকিব খান, বুবলি, কলকাতার দেব প্রমুখ কাজ করেছেন এখানে।

সিনেমাগুলির প্রযোজক সেলিম খান।

‘গ্যাংস্টার’ পরিচালনা করবেন শাহীন সুমন। ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ সিনেমা দুটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সাইমন জানান, শাপলা মিডিয়া বড় প্রোডাকশন হাউজ। বলেন, এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে কাজ করতে পারা সৌভাগ্যের। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমাকে নিজের ছেলের মতো আদর করেন। সবার কাছে দোয়া চাই যাতে আমরা ছবিগুলো সুন্দরভাবে করতে পারি।

তার আশা, প্রতিষ্ঠানটির কাজ ভালো হবে। এর মধ্যে ‘গ্যাংস্টার’ সিনেমাটি কোরবানির ঈদে মুক্তির কথা রয়েছে। ‘গ্যাংস্টার’ ছবিতে সাইমন-মাহির সঙ্গে থাকছেন শান্ত খান। এ সিনেমায় দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক।

‘লাইভ’ সিনেমার শুটিং আগে শুরু হবে। ২৬ জানুয়ারি শুরু হচ্ছে এ সিনেমার দৃশ্যধারণ।

এর আগে সাইমন-মাহি জুটি অভিনয় করেছেন ‘আনন্দ অশ্রু’ সিনেমায়। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। জনপ্রিয় এ জুটির ‘জান্নাত’ চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। একই সিনেমার জন্য সাইমন সাদিকের হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ কেন্দ্রীয় অভিনেতার পুরস্কার।

‘পোড়ামন’ ও ‘জান্নাত’ ব্যবসা সফল সিনেমা। প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

সাইমন সাদিক
সাইমন সাদিকের জন্ম ১৯৮৫ সালের ৩০ আগস্ট, কিশোরগঞ্জ শহরের কলাপাড়ায়। তার শৈশব কেটেছে এ শহরে।

কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। পরে এনটিভি আয়োজিত ‘সুপার হিরো সুপার হিরোইন’ অনুষ্ঠানে অংশ নেন।

রূপালী পর্দায় পা রাখেন ২০১২ সালে। তখন জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরের বছর ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয় হন।

মাহিয়া মাহি
মাহিয়া মাহির জন্ম ২৭ অক্টোবর, চাঁপাইনবাবগঞ্জে। পারিবারিক নাম শারমিন আকতার নিপা।

তিনি ঢাকা উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ডিগ্রি নেন। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইনিং বিভাগে পড়ালেখা সম্পন্ন করেন।

মাহি অভিনয়জগতে পা রাখেন ২০১২ সালে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরের বছর তিনটি চলচ্চিত্রে সাফল্যের মুখ দেখেন তিনি। এতে সুদৃঢ় হয় তার অভিনয়জীবন। সে ধারা অব্যাহত রয়েছে- বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী তিনি।

সৈকত নাসির পরিচালিত ‘দেশা-দি লিডার’ ছবিতে গানও লিখেছেন মাহি।

২০১৯ সালে মাহিকে নিয়ে বই প্রকাশ করে তার ভক্তরা। বইটির নাম ‘মাহি দি প্রিন্সেস’।

Share.