রুশ হ্যাকারদের সাইবার হামলার কবলে পড়েছে ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট। রোববার সকালের দিকে ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটে ঘণ্টা দেড়েকের মত প্রবেশ করা যাচ্ছিলো না। পরে সেটি পুনরুদ্ধার করা হয়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত বলছে সংবাদমাধ্যমটি।
রোববার সকালে স্কাই নিউজের উপস্থাপক ক্যারোলিন দি রুসো বলেন, ‘আমরা মাত্রই জানতে পেরেছি, রুশ হ্যাকাররা ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে দায় স্বীকার করা হয়েছে। তাই আপনি যদি এখন ওই ওয়েবসাইটে প্রবেশ করতে চান, তাহলে তা করতে পারবেন না।’
যদিও বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা এই সাইবার হামলার জন্য কে দায়ী তা জানা অসম্ভব বলছেন। তবে রাশিয়ান হ্যাকিং গ্রুপ কিলনেটের নেতা কিলমিল্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে হামলার দায় স্বীকার করেছে।
টেলিগ্রাফ বলছে, এই হামলা রাজপরিবারের ওয়েবসাইটের বড় কোনো ক্ষতি করতে পারেনি। ঘণ্টা দেড়েক পর সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়। ♦