সরকারি শিক্ষক ও মাঠ কর্মকর্তাদের পাঁচ সেবা অনলাইনে

0

রোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পিআরএল, শ্রান্তি বিনোদন ছুটি ও মাতৃত্বকালীন ছুটির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে।

এ সেবাগুলো ছাড়া সাধারণ ভবিষ্য তহবিল থেকে অগ্রিম মঞ্জুর, ডিটেনশন ছুটি মঞ্জুর ও আর্থিক ক্ষমতা দেয়ার আবেদন অনলাইনে গ্রহণ করে সেবা দেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সাধারণ ছুটির সময়ে সরাসরি বা ডাকযোগে কোন আবেদন নেয়া হবে না। এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, এসব সেবা নিতে প্রয়োজনীয় কাগজপত্র ও অফিস বা প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্রসহ আবেদনপত্র পিডিএফ আকারে মহাপরিচালক বরাবরে এক সেবার মাধ্যমে (elksheta.gov.bd) বা ইনথি বা ইমেইলে (dg@dshe.gov.bd) নিজ অফিস বা প্রতিষ্ঠানের ই-মেইল থেকে পাঠাতে হবে। আবেদনপত্রে স্পষ্টাক্ষরে আবেদনকারীর মোবাইল ফোন নম্বর ও ই-মেইল নম্বর উল্লেখ করতে হবে।

Share.