সমালোচনার জবাবে পিকেকে এক হাত নিলেন রামোস

0

তিন মাসের বেশি সময় পর লা লিগা মাঠে ফেরার পর এখন পর্যন্ত সবকটি ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে প্রতি ম্যাচে বিতর্ক উঠে এসেছে। রেফারিরা তাদের পক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন বলে অভিযোগ করছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম ছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকেও। তবে এসব কথা তীব্র বিরোধিতা করেছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। এ ধরণের ‘গুজব’ না ছড়ানোর জন্য তাদের অনুরোধ করেছেন এ ডিফেন্ডার।

মায়োর্কার বিপক্ষে আগের দিন ২-০ গোলের জয়ে ফের শীর্ষে উঠেছে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের করা প্রথম গোলেও বিতর্ক সঙ্গ নিয়েছে তাদের। তবে গত বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার রেফারির দেওয়া কিছু সিদ্ধান্তের কারণে সমালোচনাটা তুঙ্গে। ভ্যালেন্সিয়ার রদ্রিগো মরেনো একবার বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের বাঁশি বাজান রেফারি। সে সিদ্ধান্ত দেখে খোঁচা মেরে পিকে বলেছিলেন, ‘শিরোপার দৌড় এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই, তাই এখান থেকে লিগ জেতা কঠিন হবে’।

ফ্রিকিক থেকে অসাধারণ এক গোল করার দিনে সংবাদ সম্মেলনে উঠে আসে পিকের সেই মন্তব্য। এমন কথা বলায় বার্সা ডিফেন্ডারকে এক প্রকার ধুয়ে দিয়েছেন রামোস, ‘আমরা আবার শীর্ষে ওঠার পর থেকেই সংবাদমাধ্যমে প্রচুর কথা হচ্ছে। আগে তো এত কথা বলেনি। তারা ভিএআর নিয়ে কথা বলছে, তবে আমি মনে করি না মৌসুম জুড়ে কেউ কোনো বাড়তি সুবিধা পেয়েছে।’

Share.