বিনোদন ডেস্ক: বাবা হলেন ‘প্রিটি ওম্যান’ সিনেমাখ্যাত হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার। স্ত্রী আলেহান্দ্রা সিলভার সঙ্গে ৭০ বছর বয়সি এই অভিনেতার এটি দ্বিতীয় সন্তান। নতুন অতিথিকে পেয়ে ভীষণ খুশি এই দম্পতি।
চার বছর প্রেম করার পর ২০১৮ সালে ৩৭ বছর বয়সি নারী উদ্যোক্তা ও মানবাধিকারকর্মী আলেহান্দ্রা সিলভাকে বিয়ে করেন রিচার্ড। পরের বছর ফেব্রুয়ারিতে তাদের ছেলে আলেকজান্ডারের জন্ম হয়। এরপর নভেম্বরে এ দম্পতি জানান, আবারো তাদের ঘরে নতুন অতিথি আসছে। রিচার্ড গিয়ারের তৃতীয় স্ত্রী আলেহান্দ্রা সিলভা। এর আগে মার্কিন মডেল সিন্ডি ক্রফোর্ড (১৯৯১-১৯৯৫) ও মার্কিন অভিনেত্রী ক্যারি লয়েলকে (২০০২-২০১৬) বিয়ে করেন এই অভিনেতা।
দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার ২০ বছর বয়সি ছেলে রয়েছে। তার নাম হোমার।
অন্যদিকে এর আগে গোভিন্ড ফ্রায়েডল্যান্ডকে বিয়ে করেছিলেন সিলভা। আলবার্ট নামে এই দম্পতির একটি সন্তান রয়েছে। ৭০ বছর বয়সে বাবা হবার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিচার্ড বলেন, এই অনুভূতি অন্যরকম। যখন করোনা পরিস্থিতি বিশ্বকে থমকে দিয়েছে, তখন আমার ঘরে নতুন অতিথি আসলো। এটা খুব বেশি ভালো লাগার বিষয়।