শুধু শ্রীলঙ্কা সফর নিয়ে বসে নেই বিসিবি। ঘরোয়া ক্রিকেট ফেরানো নিয়ে কাজ করছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কা সফর হলেও শুরু হবে ঘরোয়া ক্রিকেট।
কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে না গেলে ‘শিগগিরই’ দেশে ঘরোয়া ক্রিকেট ফেরানো হবে। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানান, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট দুটিই ফেরানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা।
গত ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের পর ওই টুর্নামেন্ট স্থগিত করাসহ দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়া হয়।
শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যে কয়েকদিন ধরে মিরপুরে জৈব সুরক্ষা বলয়ে চলছে ক্রিকেটারদের অনুশীলন। আগের সূচি অনুযায়ী আগামী রোববার যে দলের শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত। সফর নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ক্রিকেটাররা এভাবে অনুশীলন চালিয়ে যাবেন বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। ♦