শেয়ার বেচবেন এক্সিম ব্যাংকের দুই স্বতন্ত্র পরিচালক

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক খন্দকার মোহাম্মদ সাইফুল আলম ও রঞ্জন চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, খন্দকার মোহাম্মদ সাইফুল আলম বর্তমানে এক্সিম ব্যাংকের আট লাখ ৮৮ হাজার ৭৩৯টি শেয়ার ধারণ করছেন। তার ধারণকৃত মোট শেয়ার থেকে তিন লাখ ৮৮ হাজার ৭৩৯ শেয়ার বেচবেন।

আর রঞ্জন চৌধুরী বর্তমানে এক্সিম ব্যাংকের ৯ লাখ ৯৭৫টি শেয়ার ধারণ করছেন। তার ধারণকৃত মোট শেয়ার থেকে চার লাখ ৯৭৫ শেয়ার বেচবেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচবেন তারা।

এক্সিম ব্যাংক
‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৪৪৭ কোটি ৫৬ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৬১১ কোটি ৬১ লাখ টাকা।

কোম্পানিটির মোট ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪টি শেয়ার রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের কাছে ৩৭ দশমিক ৮৯, প্রাতিষ্ঠানিক ২৬ দশমিক ৭৬, বিদেশি বিনিয়োগকারী এক দশমিক ২৩ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে।

ব্যাংক খাতের এ কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য সাড়ে সাত শতাংশ নগদ এবং আড়াই বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৯ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৬৬ পয়সা।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২১) তাদের ইপিএস হয়েছে ৮৪ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৯৬ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২১) ইপিএস হয়েছে ৮৯ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল এক টাকা।

এছাড়া চলতি বছর ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৫ পয়সা, যা ২০২০ সালের ৩০ জুনে ছিল ২১ টাকা ৬৭ পয়সা।

আর প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে সাত টাকা ৪৬ পয়সা (লোকসান), যা আগের বছরের একই সময় ছিল ১৪ টাকা ৫২ পয়সা লোকসান।

Share.