বিনোদন ডেস্ক: ১৪ বছর আগে ক্যাফেটেরিয়া গানটি প্রকাশ করে ব্যান্ড শিরোনামহীন। গানটি শ্রোতাপ্রিয়তা পায়। শ্রোতাপ্রিয়তার বিষয়টিকে মাথায় রেখে দলটি এত বছর পর সে গানের সিক্যুয়েল প্রকাশ করলেন, ক্যাফেটেরিয়া পেরিয়ে শিরোনামে। বাংলা নববর্ষের প্রথম দিনে গতকাল শিরোনামহীন তাদের ইউটিউবে গানটি প্রকাশ করেছে।
বন্ধুদের সঙ্গে আড্ডা, মানুষের পাশে দাঁড়ানো, ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা আবার প্রিয় মানুষকে প্রেম নিবেদনের বিষয় ওঠে এসেছে ক্যাফেটেরিয়া পেরিয়ে গানে।
ক্যাফেটেরিয়া পেরিয়ে গানে অতিথি হিসেবে গিটার বাজিয়েছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট শিশির আহমেদ। এটা ক্যাফেটেরিয়া গানটির সিক্যুয়েল হলেও সম্পূর্ণ নতুন সুরে নির্মিত। জিয়াউর রহমান জানান, নতুন গানে কথায় ও সুরে কোনো মিল রাখেননি।
ক্যাফেটেরিয়া পেরিয়ে গানের কথা ও সুর করেছেন জিয়াউর রহমান। এ ছাড়া এ গানে চেলো বাজিয়েছেন জিয়াউর রহমান ও সারোদ বাজিয়েছেন কাজি শাফিন আহমেদ। গানের সাউন্ড মিক্সড করেছেন নয়েজমাইনে শফিক এবং মাস্টার করেছেন রোমানো ইরাফিচ্চি (পোল্যান্ড)। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশরাফ শিশির।