শিক্ষা প্রতিষ্ঠানের অ্যান্টি বুলিং নীতিমালা চূড়ান্ত

0

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যান্টি বুলিং ও র‌্যাগিং নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ বুধবার (২ ডিসেম্বর) হাইকোর্টে দাখিল করেছে মন্ত্রণালয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সহপাঠীকে কেউ বুলিং ও র‌্যাগিং করলে তার শাস্তি কি হবে সেটি বলা আছে এ নীতিমালায়। কেউ বুলিং ও র‌্যাগিং করলে প্রচলিত আইনে সাজা তার হবে। কেউ অপরাধ করলে তার অপরাধের বিচারের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।

এ নীতিমালা নতুন শিক্ষা আইনে যুক্ত করা হবে। 

Share.