সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হবে বলে তিনি জানিয়েছেন। খবর ইউএনবি।
তবে আগের মতোই অনলাইনে পাঠ্যক্রম চলবে, বলেন তিনি।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১৬ মার্চ সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে এখনও তা বন্ধ রয়েছে।
বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে। মারা গেছেন ৫৪৪ জন। ♦