করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মহামারির দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
কয়েক ধাপে বাড়ানো হয় ছুটি। আগামীকাল ৩০ জানুয়ারি এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সে ছুটি এবার ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হলো।
করোনার কারণে গত বছর বাতিল হয়েছে এইচএসসি পরীক্ষা ও অষ্টম শ্রেণি সমাপনী জেএসসি পরীক্ষা। স্কুলের বার্ষিক পরীক্ষাও নেয়া হয়নি।
তবে কওমি মাদ্রাসা খোলা রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শর্তসাপেক্ষ ক্লাস ও পরীক্ষার অনুমতি রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস হচ্ছে অনলাইনে। তবে অসংখ্য শিক্ষার্থী এর বাইরে রয়ে গেছে।
শিক্ষা নিয়ে কাজ করা সংগঠন এডুকেশন রিপোর্টার্স ফোরাম অব বাংলাদেশের (বিইআরএফ) এক জরিপ অনুসারে, শহর এলাকায় ৩৭ শতাংশ শিশু অনলাইনে কোনো ক্লাস করেনি। গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও নাজুক বলে ধারণা করা হচ্ছে। ♦