চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি’। আজ পবিত্র মাহে রমজানের ৬ষ্ঠ দিন সংগঠনটি আবারও রান্না করা খাবার ইফতার হিসেবে উপহার দিয়েছে। মাগরিবের আজানের আগে রাজধানীর শাহজাহানপুরের বাগিচা এলাকায় ১৩০ পরিবারের কাছে এ উপহার পৌঁছে দেয়া হয়।
করোনাকালে স্বাস্থ্যঝুঁকি মেনে লাভ শেয়ার বিডির ভলান্টিয়াররা এ কাজে অংশ নেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব ও দেশে কভিড-১৯ ভয়াবহ রূপ নিয়েছে। একদিকে লকডাউন, অন্যদিকে মানুষের রুজি রোজগার প্রায় বন্ধ। এ পরিস্থিতিতে ‘লাভ শেয়ার বিডি’ রমজানের প্রতিদিন মানুষের মাঝে রান্না করা ইফতার হিসেবে উপহার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে।
লাভ শেয়ার বিডির শ্লোগান ‘নিজেকে দিয়ে শুরু’। সংগঠনটি মনে করে, দাতা ও গ্রহীতা বলে কিছু নেই। মানুষ শুধু পারে ভালোবাসা বিনিময় করতে। উপহার ও মানুষের পাশে দাঁড়ানো, এই ভালোবাসা বিনিময়ের উদাহরণমাত্র। দু:সময় মানুষের জীবনে থাকে। সক্রিয় হয়ে বাড়িয়ে দেয়া হাতে বদলে যায় সে সময় ও অনেকের জীবন। লাভ শেয়ার বিডি এ কাজটিই করতে চায় নিজস্ব আঙ্গিকে। বড় দাতাগোষ্ঠি বা রাষ্ট্র কারও ওপর নির্ভর না করে সংগঠনটি মনে করে নিজেদের উদ্যোগে দেশ বদলে যেতে পারে।
চ্যারিটি সংগঠনটি মনে করে, যার হাতে ভালোবাসার উপহার পৌঁছাচ্ছে, এটি তার প্রাপ্য। বরং আরও আগে কেন মানবতার ডাকে সাড়া দেয়া যায়নি- এ দায় লাভ শেয়ার বিডির। কোনো প্রচারে গ্রহীতা বা দাতা কারও ছবি কখনও প্রকাশে বিশ্বাসী নয় সংগঠনটি।
এভাবে ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়িয়ে সুসময়ের জন্য লড়ে যেতে চায় লাভ শেয়ার বিডি। ♦