চ্যারিটি সংগঠন লাভ শেয়ার বিডি মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীর শাহজাহানপুরে একটি সেলাই প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে। এর অবস্থান উত্তর শাহজাহানপুর ঝিল মসজিদ এলাকায়।
লাভ শেয়ার বিডির রাজধানী শাখার অপারেশন ইনচার্জ (শাহজাহানপুর) কামরুল আলম এ প্রসঙ্গে বলেন, মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে বের করে সক্ষম করা আমাদের অন্যতম লক্ষ্য। এ জন্য সংগঠনের সীমিত সাধ্যে আমরা এ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি। এখানে এখন সেলাই শিখছেন ৫ নারী। তাদের ৩ মাসের প্রশিক্ষণ দেয়া হবে যাতে তারা গার্মেন্ট শিল্পে কাজ করার মতো দক্ষতা অর্জন করেন। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে দক্ষতা বাড়ানোর নানা কার্যক্রম চালু করতে চাই।
পরের কার্যক্রমগুলোয় প্রযুুক্তি প্রশিক্ষণ গুরুত্ব পাবে বলে জানান কামরুল আলম।
লাভ শেয়ার বিডির স্লোগান ‘নিজেকে দিয়ে শুরু’। সংগঠনটি বিশ্বাস করে, দাতা ও দান গ্রহীতা বলে কিছু নেই। মানুষ শুধু পারে ভালোবাসা বিনিময় করতে। উপহার ও মানুষের পাশে দাঁড়ানো এই ভালোবাসা বিনিময়ের উদাহরণমাত্র। দু:সময় মানুষের জীবনে থাকতে পারে। একটু সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দিলেই জীবনের সে অবস্থা বদলে যেতে পারে। লাভ শেয়ার বিডি এ কাজটিই করতে চায় নিজেদের মতো করে। বড় দাতাগোষ্ঠি বা রাষ্ট্র কারও ওপর নির্ভর না করে নিজেদের কিছু উদ্যোগে দেশ বদলে যেতে পারে।
কামরুল আলম বলেন, ‘আমরা সবাইকে আহবান জানাই, লাভ শেয়ার বিডি’র কাজক্রমে যুক্ত হতে। জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলা ও পরিবেশ দূষণ প্রতিরোধে আমরা সামনের দিনে কাজ করার কথা ভাবছি। এছাড়া মহামারী শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রাম ও শহরে লাইব্রেরি, চলচ্চিত্র প্রদর্শনসহ সংস্কৃতি চর্চার পরিবেশ গড়ে তোলার কাজটিও লাভ শেয়ার বিডি করে যেতে চায়।’ ♦