গ্রাহকদের শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি (ইভি বা ইলেকট্রিক ভেহিক্যাল) পেতে চার থেকে সাত মাস অপেক্ষা করতে হবে বলে জানা গেছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইভি ব্যবসায় প্রবেশ করেছে চীনা স্মার্টফোন জায়ান্ট শাওমি। ইতোমধ্যে দেশটিতে অবস্থিত শো-রুমগুলোয় তাদের প্রথম মডেল এসইউ৭ প্রদর্শন করা হয়েছে।
শাওমি ক্রয়াদেশ নেয়া শুরুর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৮৮ হাজার ৮৯৮টি অর্ডার পেয়েছে। তবে সেক্ষেত্রে গাড়িগুলো সরবরাহে কোম্পানিটির ২৭ সপ্তাহ বা ৬ মাসের বেশি সময় লাগতে পারে বলে জানায় কোম্পানিটি।
একটি স্ট্যান্ডার্ড এসইউ৭ মডেলের শাওমি গাড়ির দাম ২৯ হাজার ৮৭০ ডলার। এই মডেলের সর্বোচ্চ দামের গাড়ির দাম ২ লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান। এই গাড়ির জন্য ক্রেতাদের ১৮ থেকে ২১ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে টেসলার মডেল ৩-এর গাড়ির দাম চীনে ২ লাখ ৪৫ হাজার ৯০০ ইউয়ান।
এসইউ৭ প্রো মডেলের জন্য ১৮ থেকে ২১ সপ্তাহ অপেক্ষা করতে হবে। তবে সবচেয়ে দামি মডেলটির দাম ২ লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ান, যা পেতে ২৭ থেকে ৩০ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে শাওমি।
উল্লেখ্য, পোরশের টায়কান ও প্যানারামা স্পোর্টস কারের সঙ্গে তুলনা করে শাওমির এসইউ৭ মডেলের ডিজাইন করা হয়েছে। এই মডেলের বিক্রি বাড়াতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে, যার আওতায় ফাউন্ডারস এডিশন নামে এর বিশেষ সংস্করণ আনা হয়েছে। ক্যাম্পেইনে অংশ নেয়া ক্রেতাদের জন্য নানা ধরনের দামি উপহার দিচ্ছে কোম্পানিটি। তাদের আশা, এসইউ৭-এর সঙ্গে ফোনে সংযুক্ত অপারেটিং সিস্টেম, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস ক্রেতাদের কাছে মডেলটির চাহিদা বৃদ্ধি করবে।
গত রোববার প্রযুক্তি জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে বলেন, শিগগির ফাউন্ডার এডিশনের দ্বিতীয় পর্যায়ের ক্রয়াদেশ নেয়া হবে।
শাওমির এসইউ৭ মডেলের গাড়িটির মিনিমাম রেঞ্জ ৭০০ কিলোমিটার, যেখানে টেসলার মডেল ৩-এর রেঞ্জ ৫৬৭ কিলোমিটার। ♦