শহীদুল জহির স্মরণে এমপ্যাথি ন্যাশন-প্রারণ্যের আয়োজনে শাহাদুজ্জামান

0

বাংলা কথাসাহিত্যে নিজস্ব ধারার স্রষ্টা শহীদুল জহির। আসছে ১১ সেপ্টেম্বর এ অজর স্রষ্টার জন্মবার্ষিকী। ২০০৮ সালের ২৩ মার্চ প্রয়াত হন শহীদুল জহির। কিন্তু থেকে গেছে তাঁর সৃষ্টি।

তাঁর রচিত আবু ইব্রাহীমের মৃত্যু (২০০৯), জীবন ও রাজনৈতিক বাস্তবতা (১৯৮৮), সে রাতে পূর্ণিমা ছিল (১৯৯৫) ও মুখের দিকে দেখি (২০০৬) উপন্যাসগুলো বাংলা সাহিত্যে অনন্য মাত্র যোগ করে।

ছোটগল্পেও শহীদুল জহিরের ধারা স্বতন্ত্র। পারাপার (১৯৮৫), ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প (২০০০), এবং ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প (২০০৪) তার উল্লেখযোগ্য গল্প সংকলন।

তার সৃষ্ট গল্প ও উপন্যাস থেকে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চনাটক।

জীবদ্দশায় সাহিত্যে অবদানের জন্য ২০০৪ সালে তিনি আলাওল সাহিত্য পুরস্কার ও কাগজ সাহিত্য পুরস্কার লাভ করেন।

২০১০ সালে শহীদুল জহির রচিত উপন্যাস ‘আবু ইব্রাহীমের মৃত্যু’ প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৫ পুরস্কারে ভূষিত হয়।

আসছে ১১ সেপ্টেম্বর রাত ৯.৩০ মিনিটে শহীদুল জহিরের জন্মবার্ষিকী উপলক্ষে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও ই-কমার্স বিষয়ক প্রতিষ্ঠান এমপ্যাথি ন্যাশন ও প্রারণ্য (প্রাণে অরণ্য আনো) ফেসবুকে আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ ইভেন্ট।

এতে যুক্ত থাকবেন সমকালীন আলোচিত কথা সাহিত্যিক, গবেষক ও চিকিৎসা নৃবিজ্ঞানী শাহাদুজ্জামান।

অনুষ্ঠানের ফেসবুক পেজ: https://www.facebook.com/arts4empathy/about/?ref=page_internal

www.facebook.com/empathy7com

Share.