লেনদেন আবার ২২শ কোটি টাকা ছাড়াল

0

পুঁজিবাজার সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে। ২ হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।

যদিও বেশিরভাগ শেয়ারের দর কমার ধারা আজ বুধবারও অব্যাহত ছিল।

সূচক ও লেনদেন বেড়েছে মূলত গুটিকয় শেয়ারে ভর করে।

অন্যদিকে, সূচকের ঊর্ধ্বমুখী ধারার বিপরীতে ফ্লোর প্রাইসে নেমে আসা শেয়ার সংখ্যা ফের ১০০টিতে উন্নীত হয়েছে, যা সোমবারও ছিল ৮৩টি।

ডিএসইতে ৩৭৬ শেয়ার ও ফান্ডের ২ হাজার ২০১ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের দিন মঙ্গলবার যা ছিল ১ হাজার ৩১৫ কোটি টাকা।

গত দুই সপ্তাহে মোট চার কার্যদিবসের লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়াল। এর আগে গত রোববার ২ হাজার ২০০ কোটি ছাড়ায়।

আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির ৯০৭ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়, যা মোটের সোয়া ৪১ শতাংশ। লেনদেনে শীর্ষ ২০ শেয়ারের অংশ ছিল মোটের প্রায় সাড়ে ৫৫ শতাংশ।

একক খাত হিসেবে ওষুধ ও রসায়ন খাতে ৬২৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, যা মোটের ২৮ দশমিক ৩৪ শতাংশ। 

Share.