লেনদেনের ৪১ শতাংশ বিমা, বস্ত্র ও প্রকৌশল খাতের

0

তকাল মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উত্থান দেখা গেছে। দিন শেষে ৪৫ পয়েন্ট বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের অবস্থান হয়েছে ছয় হাজার ৮৬৯ পয়েন্টে।

একইভাবে বাড়তে দেখা গেছে, লেনদেন হওয়া সিংহভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেন হওয়া কোম্পানির মধ্য দর বাড়ে ২২৫টির। পক্ষান্তরে ১১৯টির দর কমে এবং ৩২টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

গতকাল মোট লেনদেনের ৪১ শতাংশ ছিল তিন খাতের। খাত তিনটি হচ্ছে—বিমা, বস্ত্র ও প্রকৌশল।

এর মধ্যে শীর্ষে ছিল বিমা খাত, মোট লেনদেনে প্রায় ১৭ শতাংশ অবদান রাখতে সক্ষম হয়।

পরের অবস্থানে ছিল বস্ত্র খাত। মোট লেনদেনে এ খাতের একক অবদান চোখে পড়ে ১৪ শতাংশ।

লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। গতকাল এ খাতটি মোট লেনদেনে ১০ শতাংশ অবদান রাখে।

অন্যদিকে সূচকের মতো গতকাল ডিএসইতে লেনদেন বাড়তে দেখা গেছে। দিন শেষে ডিএসইতে মোট দুই হাজার ২৪৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হতে দেখা গেছে।

গতকাল ১১ কোটি ২৩ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের।

দ্বিতীয় সর্বোচ্চ ছয় কোটি আট লাখ টাকা সাফকো স্পিনিংয়ের।

তৃতীয় সর্বোচ্চ চার কোটি ৫৪ লাখ দুই হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

Share.