সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ৭১ পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান হয় সাত হাজার ৫২ পয়েন্ট।
এর মধ্য দিয়ে সূচকটি সাত হাজার পয়েন্টে স্পর্শ করে। একই সঙ্গে বাড়ে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। গতকাল লেনদেন হওয়া কোম্পানি শেয়ার ও ফান্ডের ইউনিটের মধ্য দর বাড়ে ২০৮টির। পাশাপাশি ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ারদর হ্রাস পায় এবং ৩৭টির দর অপরিবর্তিত ছিল।
এদিকে খাতভিত্তিক লেনদেনে চোখ রাখলে দেখা যায়, গতকাল সবার শীর্ষে ছিল বিমা খাত। দিন শেষে মোট লেনদেনে এ খাতের একক অবদান দেখা যায় ১৭ শতাংশ।
পরের অবস্থানে ছিল প্রকৌশল খাত। মোট লেনদেন এ খাতটি ১৩ শতাংশ অবদান রাখতে সক্ষম হয়।
এরপর ছিল বস্ত্র খাত। মোট লেনদেনে এ খতের অবদান ছিল ১০ শতাংশ। এছাড়া মোট লেনদেনে বিবিধ, ব্যাংক, আইটি এবং ওষুধ ও রসায়ন খাত উল্লেখযোগ্যহারে অবদান রাখে।
সূচকের পাশাপাশি গতকাল ডিএসইতে বড় অঙ্কের লেনদেন হতে দেখা যায়। দিন শেষে এখানে মোট দুই হাজার ৮৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়।
এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেনে ছিল দুই হাজার ৪৭৪ কোটি টাকা।
এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন ছিল ৫১ কোটি টাকার বেশি। এ মার্কেটে গতকাল মোট ৬৭টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। জানা গেছে, কোম্পানিগুলোর ৮২ লাখ ৫৯ হাজার ১১৩টি শেয়ার ১৪৩ বার হাত বদলের মাধ্যমে ৫১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্য সবচেয়ে বেশি অর্থাৎ সাত কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের।
দ্বিতীয় সর্বোচ্চ সাত কোটি ১৪ লাখ ৬৯ হাজার টাকা শাহজিবাজার পাওয়ারের। তৃতীয় সর্বোচ্চ তিন কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে জেনেক্সের। ♦