ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনের শীর্ষে উঠে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটি ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির ২ লাখ ৮৪ হাজার ৬১২ শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৪৩ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৬ লাখ ৬৪ হাজার ৯৭ শেয়ার হাতবদল করেছে।
বেক্সিমকো ৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে স্কয়ার ফার্মা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মা, ওরিয়ন ফার্মা, ইসলামী ব্যাংক ও মুন্নু সিরামিক লিমিটেড। ♦