লুইজিয়ানায় হারিকেন আইডার তাণ্ডব, বিদ্যুৎহীন নিউ অরলিন্স

0

ণ্টায় ২৪০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে আছড়ে পড়া ঘূর্ণিঝড় আইডা যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বের রাজ্য লুইজিয়ানায় তাণ্ডব চালাচ্ছে। ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়া এ রাজ্যের অন্যতম শহর নিউ অরলিন্সে কেবল কয়েকটি জেনারেটর চালু রয়েছে।

সতর্কতার অংশ হিসেবে ঝড়ের পথে থাকা এলাকাগুলোর বেশির ভাগ লোককে আগেই সরিয়ে নেয়া হয়েছিল। যারা রয়ে গেছেন, তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চার দেয়ালের ভেতর নিরাপদ কোথাও আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়েছে।

লুইজিয়ানার প্রধান শহর ব্যাটন রুজের অ্যাসেনসন পারিসে ঘরের ওপর গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

আইডা এবার নিউ অরলেন্সের বন্যা প্রতিরোধ সক্ষমতার পরীক্ষা নেবে। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনায় এক হাজার ৮০০র বেশি মানুষের মৃত্যুর পর শহরটির বন্যা প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইডা ‘প্রাণঘাতী’ হয়ে উঠতে পারে। এ কারণে ঊপকুলের বাইরেও ব্যাপক ক্ষয়ক্ষতির দেখা মিলতে পারে।

ঝড়ের কারণে লুইজিয়ানার সাড়ে ৭ লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এসব ঘরে বিদ্যুৎ ফেরাতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, বলেছেন বাইডেন।

শনিবার মেক্সিকো উপসাগরের উষ্ণ জলের সংস্পর্শে এসে আইডা বিপুল শক্তি সঞ্চয় করে লুইজিয়ানার দিকে ধেয়ে যায়।

এদিকে লুইজিয়ানার হাসপাতালগুলোয় কোভিড-১৯ রোগীর ব্যাপক চাপ রয়েছে। সংক্রমণের হার বিবেচনায় রাজ্যটি এখন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে তৃতীয়।

Share.