লিলিবেট ডায়ানা: মা ও প্রপিতামহীর নামে নতুন যুবরাজ্ঞী

0

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি তাদের সদ্যোজাত কন্যার নাম ঘোষণা করেছেন। তারা মেয়ের নাম রেখেছেন লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসোর।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান্টা বারবারার স্যান্টা বারবারা কটেজ হাসপাতালে শুক্রবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে জন্মগ্রহণ করে ডায়ানা। হ্যারি-মেগান দম্পতির প্রতিনিধিরা জানিয়েছেন, মা ও সন্তান- দুজনেই সুস্থ আছেন। তারা বাড়িতে রয়েছেন।

লিলির নামের সঙ্গে শুধু তার দাদী প্রিন্সেস ডায়ানার নাম নয়, তার প্রপিতামহী রানী দ্বিতীয় এলিজাবেথের নামও রয়েছে। রানীর পারিবারিক ডাকনাম লিলিবেট।

হ্যারি-মেগান দম্পতি এক যৌথ বিবৃতিতে তাদের সদ্যোজাত সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তারা লিখেছেন, ‘এই বিশেষ সময়ে আমাদের পরিবারের প্রতি সদয় থাকায় ও আমাদের সমর্থন দেয়া অব্যাহত রাখায় আপনাদের ধন্যবাদ।’

লিলির আগে এ দম্পতির সংসারে, ২০১৯ সালের মে মাসে জন্ম নেয় পুত্র আর্চি হ্যারিসন মাউন্ডব্যাটেন-উইন্ডসোর। তার বয়স দুই বছর।

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও হলিউড তারকা মেগান মার্কেল ২০১৮ সালের ১৯ মে বিয়ে করেন।

ছেলের পর এবার মেয়ে হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত হ্যারি-মেগান। নতুন সদস্যের আগমনে খুশি রানি দ্বিতীয় এলিজাবেথও। ব্রিটিশ রাজপরিবারের সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী ছোট্ট লিলিবেট।

Share.