লারাকে ছাপিয়ে ৪১০ রান করলেন নর্থইস্ট

0

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে স্যাম নর্থইস্ট অপরাজিত ছিলেন ৪১০ রানে। ৩২ বছর বয়সী নর্থইস্টের প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ ছাড়ানো ১১তম ইনিংস এটি, তবে রানের হিসেবে নবম সর্বোচ্চ।

একুশ শতকে সর্বোচ্চ ইনিংস এটি। কাউন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ইনিংস তার।

নর্থইস্টের আগে ২০০৪ সালে প্রথম কোয়াড্রুপল সেঞ্চুরিটি করেছিলেন ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড পুনরুদ্ধার করার পথে ইংল্যান্ডের বিপক্ষে ঠিক ৪০০ রান করেছিলেন ক্রিকেটের বরপুত্র লারা।

৪৫০ বলে ৪১০ রান করা নর্থইস্ট ইতিহাস গড়া ইনিংসটি খেলেছে লেস্টারের গ্রেস রোডে লেস্টারশায়ারের বিপক্ষে কাউন্টি ক্রিকেটে ডিভিশন টুতে। ৪৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন ক্রিস কুককে নিয়ে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৪৬১ রানের জুটি গড়া নর্থইস্ট।

প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস ব্রায়ান লারার। ১৯৯৪ সালে ইংলিশ কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে ৫০১ রানে অপরাজিত ছিলেন লারা। লারা ভেঙেছিলেন পাকিস্তানি কিংবদন্তি হানিফ মোহাম্মদের রেকর্ড। ১৯৫৯ সালের জানুয়ারিতে করাচিতে বাহাওয়ালপুরের বিপক্ষে ৪৯৯ রানে আউট হয়েছিলেন করাচির লিটল মাস্টার। 

Share.