আইটি ডেস্ক: সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে এক অজানা Redmi ফোন দেখা গিয়েছিল। M2003J15SC মডেল নম্বরে সামনে এসেছিল এই স্মার্টফোন। সম্প্রতি চায়না টেলিকম ওয়েবসাইটে Redmi 10X সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে এই ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G85 চিপসেট। এছাড়াও ফাঁস হয়েছে এই ফোনের দাম।
নীল, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 27 এপ্রিল চিনে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi।
Redmi 10X স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G85 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।
Redmi 10X-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনে থাকছে 5,020 mAh ব্যাটারি। Redmi 10X-এর আয়তন 162.38 x 77.2 x 8.95 মিমি ও ওজন 205 গ্রাম। কানেক্টিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।