আইটি ডেস্ক: শর্ট ভিডিও তৈরির জনপ্রিয় অ্যাপ টিকটক। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি এ অ্যাপ।
মাত্র ১৫ দিনের ব্যবধানে আরও ১০০ কোটি ডাউনলোডের মাইলফলক অতিক্রম করেছে অ্যাপটি। ছোট ভিডিও তৈরির অ্যাপটি এখন ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।
এ মাসের ১৪ তারিখে অ্যাপটি ১০০ কোটি ডাউনলোড মাইলফলক অতিক্রম করে।
করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী লকডাউনে মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। আর এ সময়ে বিনোদনের অনন্য মাধ্যম হিসেবে অনেকে ইন্টারনেটে সময় কাটাচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ সময়ে এমন অ্যাপের ব্যবহার বাড়তে থাকা আশ্চর্যের কিছু নয়। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোর ও প্লে স্টোরে সবচেয়ে ডাউনলোড হওয়া অ্যাপের তালিকার শীর্ষে ছিল টিকটক।
২০০ কোটি ডাউনলোড মাইলফলক পেরুনোর পাশাপাশি অ্যাপটি ডাউনলোড হবার বিচারে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। এখন দেশটিতে প্লে স্টোর থেকে এর ইউনিক ডাউনলোড ৬১ কোটি ১০ লাখে পৌঁছেছে, যা মোট ডাউনলোডের ৩০ দশমিক ৩ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটিতে এখন এর ইউনিক ডাউনলোডের পরিমাণ ১৯ কোটি ৬৬ লাখ, যা মোট ব্যবহারকারীর ৯ দশমিক ৭ শতাংশ।
যুক্তরাষ্ট্রে এখন ডাউনলোড সাড়ে ১৬ কোটি, যা মোট ব্যবহারকারীর ৮ দশমিক ২ শতাংশ।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোডের পরিমাণ দেড়শো কোটি বা ৭৫ দশমিক ৫ শতাংশ।
আর অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের পরিমাণ ৪৯ কোটি ৫২ লাখ বা ২৪ দশমিক ৫ শতাংশ। ♦