১৯৪৮ সালে রয়েল এনফিল্ড জি২ তৈরি করে। ২০০৮ সালে এর নতুন ভার্সন ক্লাসিক ৩৫০ তৈরি করে প্রতিষ্ঠানটি। এ মডেলটি চাঙ্গা করে রয়্যাল এনফিল্ডকে। ফলে বিশ্বের সব অঞ্চলে এর কদর বাড়ে। এবার এর বিক্রি শুরু হল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
গত ১২ বছরে ৩০ লাখের বেশি ক্লাসিক ৩৫০ বিক্রি হয়েছে বিশ্বজুড়ে। বর্তমানে এটি রয়েল এনফিল্ডের সর্বাধিক বিক্রিত মডেল। প্রতিষ্ঠানটির মোট বিক্রয়ে এর অবদান প্রায় ৭০ শতাংশ৷
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড। বৈশ্বিক বাজারে এর চাহিদা রয়েছে। তবে কোভিড-১৯ মহামারীর কারণে নতুন মডেলের বিক্রিতে কিছুটা ভাটা পড়লেও উৎপাদন কমায়নি প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, নতুন প্রজন্মের ক্লাসিক ৩৫০ গত বছর সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়৷ এরপর ফিলিপাইনে। দেশ দুইটিতে এর বিক্রি বেড়েছে। ভারতে গত মাসে এর বিক্রি বাড়ে প্রায় ১৫ শতাংশ। এরই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিক্রির ঘোষণা দেয়া হল।
ক্লাসিক ৩৫০-এর চারটি সিরিজ রয়েছে। এর হ্যালিকন ও সিগন্যালস সিরিজের দাম যথাক্রমে যথাক্রমে সাত হাজার ৯৯০ ও আট হাজার ২৯০ অস্ট্রেলিয়ান ডলার। ডার্ক ও ক্রোম সিরিজের দাম যথাক্রমে আট হাজার ৬৯০ ও আট হাজার ৭৯০ অস্ট্রেলিয়ান ডলার। ♦