রোববার বন্ধ থাকবে পুঁজিবাজার-ব্যাংক-বীমা

0

ভিড-১৯-এর সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়ায় আগামী রোববার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে ব্যাংক বন্ধ থাকায় ওইদিন পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সেই সঙ্গে বীমা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এর আগে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরবর্তী সময়ে এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে আগামী ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ৯ ও ১০ আগস্ট ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

ফলে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে।

অপরদিকে, রোববার বীমা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি ৯ ও ১০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে আইডিআরএ।

আইডিআরএর চেয়ারম্যান এম মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, রোববার ব্যাংক বন্ধ থাকায় আমরা বীমা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

ব্যাংকের সঙ্গে সমন্বয় করে বীমা কোম্পানির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ৯ ও ১০ আগস্ট বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করবে।

সীমিত জনবল নিয়ে কার্যক্রম চালানোর পাশাপাশি যতটুকু সম্ভব ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা করা হবে।

Share.