রোবট ‘এরিকা’ অভিনয় করবে সায়েন্স ফিকশন ‘বি’তে

0

মানুষের জায়গা ধীরে ধীরে রোবট দখল করে নিচ্ছে। তবে এতদিন সেগুলো ছিল যান্ত্রিক কাজের ক্ষেত্রে। শিল্পের স্থানটা এতদিন মানুষের ছিল। কিন্তু এবার সেখানেও রোবট যায়গা করে নিল। সায়েন্স ফিকশন সিনেমা ‘বি’তে প্রথমবারের মতো অভিনয় করছে এক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।

হলিউড রিপোর্টারের এক খবরে জানা গেছে, সিনেমা জগতের নতুন এ মুখের নাম এরিকা। ৭০ মিলিয়ন ডলার বাজেটের ‘বি’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এরিকাকে। এক বিজ্ঞানীর গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবির কাহিনী, যিনি মানুষের ‘পারফেক্ট’ ডিএনএ তৈরি করতে সক্ষম হন। কিন্তু তার এ সৃষ্টির ফল ভালো হয় না। এরিকা তার সহায়তায় ল্যাব থেকে পালাতে বাধ্য হয়।

এরিকাকে নির্মাণ করেছেন জাপানের বিজ্ঞানী হিরোশি ইশিগুরো ও কোহেই ওগাওয়া। ইশিগুরো এর আগে নিজের মেয়ের অ্যান্ড্রয়েড ভার্সন তৈরি করেছিলেন।

ইশিগুরো ও ওগাওয়া এরিকাকে অভিনয় শিখিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অভিনয় করবে এরিকা। তারকারা নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অভিনয় করেন। কিন্তু এরিকার যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, তাই অন্যদের অভিজ্ঞতা থেকে পাওয়া কৌশলগুলো তাকে শিখিয়ে দেয়া হয়েছে। আবেগের সঙ্গে কীভাবে স্পিড ও শরীর নাড়ানোর ভঙ্গী পরিবর্তন করতে হবে তাও এখন এরিকা জানে।

Share.