বড় স্বপ্ন ও লক্ষ্যপূরণে সুযোগ্য নেতৃত্ব তৈরির জন্য রিলায়েন্সের শীর্ষপদে পরিবর্তন আসতে যাচ্ছে। এমনই জানালেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি।
গতকাল ছিল রিলায়েন্স ফ্য়ামিলি ডে। সংস্থার প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির জন্মদিন উপলক্ষে প্রতি বছর পালিত হয় এ দিন। ওই অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য দেন মুকেশ।
তিনি বলেন, বড় স্বপ্ন হোক কিংবা অসম্ভব লক্ষ্যপূরণ, এজন্য প্রয়োজন সঠিক ব্যক্তি ও সুযোগ্য নেতৃত্ব। রিলায়েন্স এ মুহূর্তে গুরুত্বপূর্ণ নেতৃত্বের পরিবর্তনের প্রক্রিয়ায় রয়েছে। তিনি সিনিয়রদের থেকে তরুণ নেতাদের নেতৃত্ব নেয়ার ওপর ইঙ্গিত করেন
তার মতে, রিলায়েন্সের সিনিয়রদের মধ্যে তিনিও রয়েছেন।
মুকেশ আম্বানি জানিয়েছেন, আমি নিশ্চিত যে আকাশ, ঈশা ও অনন্ত ভবিষ্যতের নেতা হিসেবে এগিয়ে আসবে এবং রিলায়েন্সকে নেতৃত্ব দিয়ে আরও উঁচু অবস্থানে নিয়ে যাবে।
তার এ মন্তব্য থেকে পরিষ্কার, তিনি পরিবারের সদস্যদেরই নেতৃত্বে দেখতে চান।
প্রসঙ্গত, এশিয়ার ধনীতম ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি গত অক্টোবর এক হাজার কোটি ডলার ক্লাবের সদস্য হয়েছেন। ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্সের পরিসংখ্যান অনুযায়ী তার এ নতুন মাইলফলক।
সব সময় নতুন খাতে পা রাখতে চেয়েছেন মুকেশ। গত জুনে তার সংস্থা পা রেখেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তিখাতে। তিন বছরের জন্য ওই খাতে একশ কোটি ডলার বিনিয়োগ করেছেন। এ নতুন খাতে বিনিয়োগের সাহসই তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে।
এবার তিনি চাচ্ছেন আগামী প্রজন্মের হাতে দায়িত্বভার ছেড়ে দিতে। ♦