প্রসাধনী পণ্যের প্রসিদ্ধ ব্র্যান্ড রিবানা’র শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী ও মডেল দিলারা হানিফ পূর্ণিমা। এক বছরের জন্য তিনি রিবানা’র সঙ্গে চুক্তিবদ্ধ হলেন।
সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে এ চুক্তিতে স্বাক্ষর করেন পূর্ণিমা ও রিবানা’র ফাউন্ডার মো: ওয়াহিদুজ্জামান সাদি।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে রিবানা প্রকৃতির নানা গুণ অক্ষত রেখে গ্রাহকদের কাছে বিশুদ্ধ স্কিন ও হেয়ার কেয়ার সামগ্রী সরবরাহ করছে। তাদের নানা পণ্যের মধ্যে রয়েছে- স্যাফ্রোন গোট মিল্ক সোপ, অ্যাক্টিভেটেড কার্বন ও খাঁটি নারকেল তেল।
চুক্তির আওতায় পণ্যটির প্রচার ও প্রসারে কাজ করবেন পূর্ণিমা। চিত্রনায়িকা জানান, তিনিও অর্গানিক এ ব্র্যান্ডটি ব্যবহার করতেন। সেই থেকে এর সঙ্গে সম্পৃক্ততা। বলেন, ‘আমাদের দেশিয় ব্র্যান্ড বিউটি মার্কেটে এগিয়ে যাচ্ছে, সেটা ভাবতে বেশ ভালো লাগে। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আরও ভালো লাগছে।’ ♦