সর্বশেষ মৌসুমে ২১ গোল করে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রবসন দি সিলভা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গত মৌসুমে প্রথম দুই ম্যাচে করেছিলেন ৩ গোল।
এবার বসুন্ধরা কিংস গতকালের আগে দুটি ম্যাচ খেলে ফেললেও গোল পাননি রবসন। সেই খরা কাটিয়ে অবশেষে গোলের খাতা খুলেছেন চলতি মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিকের ফুটবলার।
বসুন্ধরা কিংসে প্রতি মাসে রবসন বেতন হিসেবে পাচ্ছেন ২৮ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৪ লাখের বেশি।
মাসে ২৪ লাখ টাকা বেতনের রবসনের একমাত্র গোলে গতকাল টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে বসুন্ধরা কিংস।
টঙ্গীতে স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হার দিয়ে লিগ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল সেই মাঠেই ৫৭ মিনিট পর্যন্ত গোল না পাওয়ায় চাপ বাড়ছিল কিংসের খেলোয়াড়দের ওপর।
৪৪ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি রবসন। খুব কাছ থেকে নেয়া তাঁর ভলি দারুণভাবে ঠেকিয়েছেন মুক্তিযোদ্ধা গোলকিপার মোহাম্মদ রাজীব।
প্রবল চাপে পড়েও গত মৌসুমে কত ম্যাচ বের করে এনেছেন রবসন। গতকাল আরও একবার বসুন্ধরার জন্য ম্যাচ বের করে আনলেন তিনি। মিডফিল্ডার সোহেল রানার কাছে থেকে বক্সের বাইরে বল পেয়েছিলেন। প্রতিপক্ষ কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন রবসন।
কষ্টসাধ্য জয় পেয়ে খুশি বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন। তিনি বলেন, দল কেমন খেলছে, আপাতত সেটা নিয়ে ভাবছি না। ৩ পয়েন্ট পেয়েছি, এতেই আমি খুশি।
গতকালের জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা। সমান ম্যাচ খেলেও মুক্তিযোদ্ধা এখনো কোনো পেয়েন্ট পায়নি। ♦